SIR প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি কমিশনের, কী বলছে রাজনৈতিক দলগুলি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: রবিবার SIR প্রক্রিয়ার সময়সীমা বাড়াল কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি ঘোষণার পরই সরব হয়েছে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস। প্রত্যাশা মতোই বিজেপি কমিশনের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। বিরোধীদের অভিযোগ, দ্রুতগতিতে তাড়াহুড়ো করে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-র কাজ হচ্ছে, তা নির্ভুল হতে পারে না। অভিযোগের আবহেই পিছিয়ে গেল SIR প্রক্রিয়া। সময়সীমা বৃদ্ধির কারণ জানায়নি কমিশন। কমিশন সময়সীমা বৃদ্ধি করায় BLO-দের সংগঠনের দাবি, তাদের অভিযোগে মান্যতা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, দ্বিতীয় পর্বে বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া বিভিন্ন কারণে ধীর গতিতে চলছে। তাই সময় বাড়াতে বাধ্য হয়েছে কমিশন। কমিশনের সিদ্ধান্ত নিয়ে নিয়েও প্রশ্ন বিরোধীরা। তবে বিজেপি কমিশনের সিদ্ধান্তে সুবিধা হল। ৪ ডিসেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে ভোটারদের ইনিউমারেশন ফর্মের তথ্য আপলোড করার কাজ শেষ করার কথা ছিল, নভেম্বরের শেষ দিনে এসে মেয়াদ বাড়ালো কমিশন।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে ১১ ডিসেম্বরের মধ্যে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। অভিযোগ, আপত্তি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভাল করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি।
সময়সীমা বৃদ্ধিতে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এক বহুল প্রচলিত দৈনিকের ডিজিটাল সংস্করণকে জানান, ‘‘বিজেপি কমিশনকে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, তা পূরণ হয়নি বলে এহেন পদক্ষেপ। কমিশনের নির্দেশিকা আরও একবার প্রমাণ করে দিল, তারা বিজেপির হয়ে কাজ করছে। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হবে না। যতই নাড়াও কলকাঠি, নবান্নে ফের হাওয়াই চটি।’’ সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আমলাতন্ত্রের মধ্যে দিয়ে চলছে কমিশন। তাদের বাস্তব সম্পর্কে কোনও ধারণা নেই। ওই জন্য ভোলবদল করতে হচ্ছে। এই নির্দেশিকা ফের প্রমাণ করল কমিশনের পরিকল্পনা, যোগ্যতা কোনওটাই নেই।’’
কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, কমিশনের আগেই বোঝা উচিত ছিল ভৌগোলিক অবস্থান এবং জনবিন্যাসের নিরিখে বাংলার মতো একটা জটিল রাজ্যে এত কম সময়ে SIR করা সম্ভব নয়। তাঁরা প্রথম থেকে বলছেন। কমিশন বোঝেনি। কমিশনের পরিকল্পনা নেই। এরা কাগুজে বাঘ।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘নির্বাচন কমিশন যা ভাল বুঝেছে, করেছে। তাদের মনে হয়েছে, SIR-র সময়সীমা বাড়ানো দরকার ছিল, তারা বাড়িয়েছে। এতে আমাদের আপত্তির কিছু থাকতে পারে না। আমরা বরং বলছি, প্রয়োজন হলে সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হোক। দরকার পড়লে দু’বছর সময় নিয়ে SIR করা হোক। তার পরে ভোট হোক।’’