শুনানিকেন্দ্রে BLA-দের প্রবেশে নিষেধাজ্ঞা, জেলাশাসকদের নির্দেশ কমিশনের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২১: রাজনৈতিক দলের বুথ এজেন্ট অর্থাৎ BLA-দের শুনানিতে ঢুকতে দেওয়া হবে না। সব জেলাশাসকদের এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল দাবি জানিয়েছিল, শুনানিকেন্দ্রে রাজনৈতিক দলের এজেন্টদের থাকতে দিতে হবে। আজ, সোমবার হুগলিতে একটি শুনানিকেন্দ্রে গিয়ে রাজনৈতিক দলের এজেন্টদের উপস্থিত থাকার দাবিতে শুনানি বন্ধ করে দেন বিধায়ক অসিত মজুমদার। কিন্তু কমিশন কার্যত অনড়।
রাজনৈতিক দলগুলির বুথ স্তরের এজেন্টদের SIR-র শুনানিকেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না, হুগলির ঘটনার পরই জেলাশাসকদের তা মনে করিয়ে দিল নির্বাচন কমিশন। এজেন্টদের প্রবেশাধিকার নিয়ে তৃণমূল চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। সেই চাপের কাছে নতিস্বীকার না-করার বার্তা দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, শুনানিকেন্দ্রে কোনও দলের এজেন্ট ঢুকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
রবিবার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে শুনানিকেন্দ্রে এজেন্টদের উপস্থিতি সংক্রান্ত অবস্থানের বার্তা দেন তিনি। জানান, এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আজই হুগলিতে বিধায়ক অসিত মজুমদার উদ্যোগী হন। BLA-দের কেন শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না, কমিশনের তরফে লিখিত ব্যাখ্যা দাবি করেন। চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে গিয়ে শুনানি বন্ধ করে দেন তিনি। প্রায় দু’ঘণ্টা শুনানি প্রক্রিয়া থমকে ছিল।
এর পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশিকা পৌঁছয়। বলা হয়েছে, কোনও রাজনৈতিক দলের এজেন্টকে শুনানির সময় উপস্থিত থাকতে দেওয়া যাবে না। শুনানি প্রক্রিয়া বন্ধও রাখা যাবে না। প্রয়োজনে জেলাশাসককে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে এবং বিষয়টি পর্যালোচনা করতে হবে। BLA-রা যেন শুনানিকেন্দ্রে না-ঢোকেন এবং শুনানি যেন বন্ধ না-হয়, এই দুই বিষয়ই জেলাশাসককে নিশ্চিত করতে হবে বলেও জানানো হয়।