মৃত ও স্থানান্তরিতের তথ্য রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়ার নির্দেশ কমিশনের

December 10, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা বজায় রাখতে এবং নির্ভুল তালিকা প্রস্তুত করতে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই মৃত, স্থানান্তরিত এবং দীর্ঘসময় ধরে অনুপস্থিত ভোটারদের তালিকা রাজনৈতিক দলগুলির এজেন্টদের (BLA) হাতে তুলে দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে। কমিশন সূত্রে খবর, এই প্রক্রিয়ায় রাজ্য থেকে সব মিলিয়ে প্রায় ৫৭ লক্ষ ৫২ হাজার নাম বাদের খাতায় রয়েছে।

বুধবার কমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (Chief Electoral Officer) স্পষ্ট জানানো হয়েছে, বুথ লেভেল অফিসাররা (BLO) সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বুথ এজেন্টদের সঙ্গে বৈঠক করে এই তালিকা হস্তান্তর করবেন। কমিশনের যুক্তি, বুথ স্তরেই যদি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়, তবে খসড়া তালিকায় কোনও ভুল থাকলে তা প্রাথমিক পর্যায়েই ধরা পড়বে। কোনও বৈধ ভোটারের নাম যাতে ভুলবশত তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বিহারের এসআইআর (Bihar SIR) প্রক্রিয়ায় যে পদ্ধতি মানা হয়েছিল, এ ক্ষেত্রেও সেই নিয়মই বহাল থাকছে। স্বচ্ছতার স্বার্থে এই তালিকা কমিশনের ওয়েবসাইটেও (commission’s website) আপলোড করা হবে।

কমিশন জানিয়েছে, যাঁরা একাধিকবার ঠিকানা পরিবর্তন করেছেন, তাঁদের নাম একটি নির্দিষ্ট জায়গায় রেখে বাকি সব জায়গা থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া, বিএলও-রা বাড়িতে তিনবার বা তার বেশি গিয়েও যাঁদের খোঁজ পাননি, তাঁদের নামও ‘অনুপস্থিত’ বা ‘নিখোঁজ’ ক্যাটাগরিতে ফেলে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের পরিসংখ্যানটি বেশ তাৎপর্যপূর্ণ। রাজ্যে এসআইআর-এর ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন (Digitization) প্রক্রিয়া প্রায় শেষের পথে। বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্য থেকে মোট ৫৭ লক্ষ ৫২ হাজার ২০৭ জনের নাম বাদের খাতায় থাকছে। এর বিশদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে:

* মৃত ভোটার: ২৪ লক্ষ ১৪ হাজার ৭৫০ জন।

* স্থানান্তরিত ভোটার: ১৯ লক্ষ ৮৯ হাজার ৯১৪ জন।

* খোঁজ পাওয়া যায়নি (অনুপস্থিত): ১১ লক্ষ ৫৭ হাজার ৮৮৯ জন।

* ভুয়ো ভোটার: ১ লক্ষ ৩৫ হাজার ৬২৭ জন।

* অন্যান্য: ৫৪ হাজার ২৭ জন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এনুমারেশন ফর্মের (enumeration form) তথ্য পোর্টালে আপলোড করার শেষ দিন ১১ ডিসেম্বর। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাবতীয় দাবি ও আপত্তি নিষ্পত্তির পর ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen