কড়া পদক্ষেপ কমিশনের! নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে হাজিরার নির্দেশ

নথিভুক্ত হয়েও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।

August 28, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: নথিভুক্ত হয়েও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ২৯ আগস্ট ফের শুনানির আয়োজন করেছে। ওই দিন হাজিরা দেওয়ার নির্দেশ গিয়েছে আরও ১২টি নথিভুক্ত রাজনৈতিক দলের কাছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, খাতায় নাম থাকলেও বাস্তবে অস্তিত্বহীন বহু দল দেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। গোটা দেশে এ রকম ৩৪৫টি দলকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩৩৪টির নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ পড়েছে। শুধু বাংলাতেই অন্তত ৭২টি দল রয়েছে যেগুলি নথিভুক্ত হলেও কার্যত অকার্যকর।

এর আগে প্রথম দফায় আটটি দলকে ডাকা হয়েছিল শুনানিতে। তবে সেখান থেকে কেবল একটি দলই নথিপত্র জমা দিতে সক্ষম হয়। বাকি সাতটি দল তালিকা থেকে বাদ যায়। এবার দ্বিতীয় দফায় ফের ডাকা হল আরও এক ডজন দলকে।

কমিশনের অভিযোগ, নথিভুক্ত থাকার সুযোগে এই দলগুলি কর ছাড়-সহ নানা সরকারি সুবিধা ভোগ করছিল। অথচ কমিশনের পাঠানো চিঠি ‘নো রিপ্লাই’ বলে ফেরত এসেছে, মেসেঞ্জার মারফত যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে। তাই দলগুলির প্রকৃত অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছে কমিশন।

ফলে ২৯ আগস্টের শুনানিই এই দলগুলির ভবিষ্যৎ নির্ধারণ করবে। হাজির না হলে সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen