২০ বছর পর ভারতের মাটিতে ফিরছে কমনওয়েলথ গেমস, হোস্ট সিটি আহমেদাবাদ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) হবে ভারতে। আর তার হোস্ট সিটি বা আয়োজক শহর হতে চলেছে আহমেদাবাদ। ২০১০ সালেও ভারতে হয়েছিল কমনওয়েলথ গেমস। সেবার আয়োজনের দায়িত্বে ছিল দিল্লি। আবার ২০ বছর সেই গেমসই ফিরছে ভারতে।
২০১০ সালের কমনওয়েলথ গেমসে খরচ হয়েছিল প্রায় ৭০ হাজার কোটি টাকা। সেই অঙ্কটা যা অনুমান করা হয়েছিল, তার থেকে অনেকটাই বেশি ছিল। ব্রিটিশ কলোনির ৭২টি সদস্য দেশই এই গেমসে অংশগ্রহণ করে। আর বরাবরই ভারত (India) এই খেলায় ভাল ফল করে এসেছে। তাই কমনওয়েলথ গেমসে পদকের আশা থাকছেই।
২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দৌড়ে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল নাইজেরিয়া। শেষ পর্যন্ত কমনওয়েলথ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ২০৩৪ সালের আসর আফ্রিকার দেশটিকে দেওয়া হতে পারে। তবে ২০৩০ সালের আয়োজনের দায়িত্ব পড়েছে ভারতের ওপর, আর আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে আহমেদাবাদকে। প্রথমে ‘কমনওয়েলথ স্পোর্টস এভালুয়েশন কমিটি’ আহমেদাবাদের নাম সুপারিশ করে। পরে গত মাসে ‘কমনওয়েলথ স্পোর্টস এগজ়িকিউটিভ বোর্ড’ও আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের নাম প্রস্তাব করে। অবশেষে বুধবার গ্লাসগোতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ৭৪টি সদস্য দেশ সেই প্রস্তাবে সম্মতি জানায়। ভারতের অলিম্পিক্স সংস্থার সভাপতি পি.টি. ঊষার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস। তবে তখন এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে একে কমনওয়েলথ গেমস বলা হয়।