নরেন্দ্র মোদীকে জেমস বন্ডের সাথে তুলনা তৃণমূলের, জেনে নিন কেন

এবছরই প্রধানমন্ত্রী পদে ৭ বছর অতিক্রম করেছেন নরেন্দ্র মোদী। আর তাতেই তাঁকে ব্যঙ্গ করে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

October 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নরেন্দ্র মোদীকে ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডের সাথে তুলনা করল তৃণমূল। সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে নরেন্দ্র মোদী কালো কোর্ট প্যান্ট পরে রয়েছেন। সাথে লেখা “ওরা আমাকে ‘০০৭’ বলে”। উন্নয়ন শূন্য, অর্থনৈতিক অগ্রগতি শূন্য, ৭ বছরের অর্থনৈতিক মন্দা।

‘০০৭’ ব্রিটিশ আইকনিক গোয়েন্দা চরিত্রটির নম্বর। ‘০০’ নম্বরটির বিশেষত্ব, প্রয়োজনে কাউকে খুন করারও অনুমতি ছিল ওই ব্রিটিশ গোয়েন্দার। আর ‘৭’ নম্বরটির অর্থ তিনি এই লাইসেন্স পাওয়া ৭ নম্বর ব্যক্তি।

প্রসঙ্গত, এবছরই প্রধানমন্ত্রী পদে ৭ বছর অতিক্রম করেছেন নরেন্দ্র মোদী। আর তাতেই তাঁকে ব্যঙ্গ করে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen