বাংলায় বিজেপির অবস্থা খারাপ, মেনে নিলেন অমিত শাহ
জিএনএলএফ নেতা অজয় এডওয়ার্ড একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন।

বাংলায় এবার সরকার গড়বে বিজেপিই(BJP)। ২০০-র বেশি আসনে জয়ী হবে বিজেপি। তৃণমূল কংগ্রেস(TMC) এবার হারছেই, বিজেপি মে মাসে বাংলার ক্ষমতায় আসবে। ভোটের আগে বার বার জনসভায় এসে এইরকমই দাবি করেছেন বিজেপির প্রাক্তন সভাপতি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। যদিও অমিত শাহের কোন ভবিষদ্বাণীই কখনো মেলে না। তাই তা নিয়ে মশকরাও করেন বিরোধীরা।
কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে অমিত শাহ নিজেই মেনে নিয়েছেন যে এবার বাংলায় শক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিজেপি। জিএনএলএফ নেতা অজয় এডওয়ার্ড একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন।
অজয় এডওয়ার্ড একটি সাক্ষাৎকারের ছোট অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন জিএনএলএফ সভাপতি মান ঘিসিংকে অমিত শাহ নিজে বলেছেন যে বাংলায় এবারে বিজেপির খুব খারাপ অবস্থা।
ভিডিও থেকে এটা স্পষ্ট, মুখে বললেও অমিত শাহ নিজে জানেন যে বাংলায় জেতা মোটেই সহজ হবে না বিজেপির পক্ষে।