ফের লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন কড়া পর্যবেক্ষণে
গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।
February 5, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শারীরিক অবস্থার অবনতি। ফের ভেন্টিলেশনে দিতে হল কিংবদন্তি শিল্পীকে। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি।
গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। তার পর থেকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন কিংবদন্তি। শিল্পীর সুস্থতা কামনা করে বিশেষ যজ্ঞ করেন অযোধ্যার পুরোহিতরা। জপ করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র।