বঙ্গ বিজেপিতেও মূল্যবৃদ্ধির উত্তাপ, সঙ্ঘের ত্যাগের শিক্ষাকে উপেক্ষা নব্য পদ্মবাহিনীর

বিজেপির আরও বড় দ্বিচারিতা হয়, এই শুল্ক বিজেপি আমন্ত্রিতদের থেকে নগদে নিচ্ছে। তবে কি মোদীর নিজের দলই, তার ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে সহমত নয়? সে প্রশ্ন উঠছে।

August 29, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

মোদী আমলে মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল গোটা দেশ। মোদী সরকারের মূল্যবৃদ্ধির গুঁতো থেকে রেহাই পাচ্ছে না বিজেপিও। ​নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য, পণ্য-পরিষেবা করের বোঝা, চরম মুদ্রাস্ফীতি, নজিরবিহীন বেকারত্বের হার, রান্নার গ্যাসে ভর্তুকি নেই, জ্বালানি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সব মিলিয়েই আম জনতার বেঁচে থাকাই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। বিরোধীদের অভিযোগ, দেশবাসীর কথা ভাবেই না মোদী সরকার (Narendra Modi)। এই অবস্থায় মূল্যবৃদ্ধির আঁচ পড়ল বিজেপিতেও।

আজ ২৯ আগস্ট সোমবার থেকে বঙ্গ বিজেপিতে (BJP) তিনদিনের প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। সেই শিবিরের আমন্ত্রিত সদস্যদের থেকে মাথাপিছু ৫০০ টাকা শুল্ক নিচ্ছে বিজেপি। এর আগে শুল্কর পরিমাণ ছিল ২০০। বিজেপির আরও বড় দ্বিচারিতা হয়, এই শুল্ক বিজেপি আমন্ত্রিতদের থেকে নগদে নিচ্ছে। তবে কি মোদীর নিজের দলই, তার ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে সহমত নয়? সে প্রশ্ন উঠছে।

বিজেপির অন্দরে একাংশের মধ্যে এই পাঁচতারা রিসর্টে শিবির আয়োজন নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধদের সাফ কথা সঙ্ঘ তাদের ত্যাগ-তিতিক্ষার শিক্ষা দিয়েছে। সেখানে পাঁচতারা রিসর্টে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে বঙ্গ বিজেপির এক দল নেতা ক্ষমতা আর অর্থের চমকে সঙ্ঘের মতাদর্শেই আঘাত করেছেন। তারাই বলছেন সাধারণ জায়গায় আড়ম্বরহীনভাবে আগে প্রশিক্ষণ শিবির হত। হাওড়ার রামকৃষ্ণ ধর্মশালা, হলদিয়া গেস্ট হাউস, মহারাষ্ট্র নিবাস হলের মতো জায়গায় নেতাদেরকে রেখে প্রশিক্ষণ চলত। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলা ১৮টি আসন জিতেই মাথা ঘুরে গিয়েছিল বঙ্গ বিজেপির নেতাদের কয়েকজনের।

বৈদিক ভিলেজে শিবির করার বিরোধীরা জানাচ্ছেন, ১৯-এর জয়ে আত্মতুষ্টিতে অহংকারী কয়েকজন নেতা গত তিনবছর রাজ্য বিজেপির প্রশিক্ষণ শিবির কার্যত তুলে দিয়েছিল। দলের সাংগঠনের কঙ্কালসার অবস্থা, রাজ্য ও জেলাস্তরে কোন্দলের কারণ হিসেবে এই ঘটনাকেই দায়ী করছেন তারা। দলবদলু ও নব্য নেতাদেরকেই কাঠগড়ায় তুলছেন কেউ কেউ। আবার বিজেপির একাংশের মত, এখন প্রশিক্ষণ শিবিরের যথার্থ সময় নয়। শাসক দলের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের বদলে পাঁচতারার বিলাস-বৈভবকে এই সময় ও পরিস্থিতির পরিপন্থী বলেই মনে করছেন তারা। দলীয় কর্মী-সমর্থকদের পাশে না দাঁড়িয়ে রিসর্টে পিকনিক প্রশিক্ষণের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না তারা। স্পষ্ট রাজ্য বিজেপির ফাটল ফের একবার প্রকাশ্যে এনে দিল বৈদিক ভিলেজের শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen