বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে ফের রাজ্যপালের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে

শুক্রবার বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন দুই বিধায়ক।

February 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে ফের রাজ্যপালের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে ফের রাজ্যপালের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। বিধানসভায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, রাজভবন তাকে মান্যতা দেয়নি। শুধু তাই নয়, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ‘অসাংবিধানিক’ তকমা সেঁটে দেয় রাজভবন। দুই বিধায়ককে পাঠানো চিঠিতে রাজভবনের তরফে উল্লেখ করা হয়, সংবিধানের নিয়ম মেনে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা মানা হয়নি। এবার সেই সংক্রান্ত বিষয়ে আইনি নোটিস পেয়েছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা ও ভগবানগোলার রেয়াত।

শপথ গ্রহণ নিয়ে সেই সময় যে অভিযোগ ও বক্তব্য রাখা হয়েছিল, তা ভালোভাবে নেয়নি রাজভবন। সেই সূত্র ধরেই আইনি পদক্ষেপ করা হয়েছে এই দুই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সায়ন্তিকা ও রেয়াত জানিয়েছেন, তাঁরা মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আইনি নোটিসের বিষয়টি তাঁরা বিধানসভার স্পিকার এবং দলের নেতৃত্বকে জানিয়েছেন। দলের নির্দেশ মতোই তাঁরা এগবেন। শুক্রবার বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন দুই বিধায়ক। বিষয়টি আইনমন্ত্রী মলয় ঘটককেও জানানো হয়েছে বলে খবর। গোটা বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলাচ্ছেন দুই বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen