ব্যাঙ্কের তথ্যে ভুল! উচ্চ মাধ্যমিকস্তরের পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া নিয়ে সংশয়

সবচেয়ে ভুল রয়েছে একাদশকের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে। স্কুলগুলিকে ১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

July 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
—প্রতীকী ছবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে উচ্চ মাধ্যমিকস্তরের ছাত্রছাত্রীদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা দেয় রাজ্যের শিক্ষাদপ্তর।ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এ বছর দেখা দিয়েছে সমস্যা। দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর হয় অ্যাকাউন্টের তথ্য নেই বা ভুল আইএফএসসি দেওয়া হয়েছে। চলতি বছর একাদশের পড়ুয়াদের টাকা দেওয়া হবে। সবচেয়ে ভুল রয়েছে একাদশকের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে। স্কুলগুলিকে ১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

২৫ জুলাই পর্যন্ত একাদশ শ্রেণির ৫১ হাজার ৪৩৩ পড়ুয়ার অ্যাকাউন্ট ডিটেইলস পায়নি শিক্ষা দপ্তর। ৭,৮৪২ জনের আইএফএসসি ভুল রয়েছে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভাল। তাদের ১৯ হাজার ২৫৯ জনের অ্যাকাউন্টের তথ্য নেই। আইএফএসসি কোডে ভুল রয়েছে ৪ হাজার ৫৮৩ জনের। ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য সংশোধন করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। না-হলে, ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সময়ের মধ্যে টাকা পাঠানো যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen