মমতার পাশে কংগ্রেস

আর অবিজেপি-শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ! খুবই স্বাভাবিক যে, এ-ক্ষেত্রে একই মাপকাঠি ব্যবহার করা হবে না।’

August 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘রাজ্যপালের ভূমিকা নয়ে দ্বিচারিতা করছে মোদি সরকার। বিরুদ্ধে মুখ খোলায় সেখানকার রাজ্যপালকে সরানো হল শিলঙে। অথচ পশ্চিমবঙ্গে প্রতিদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্ঘাতে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তা দেখেও চুপ করে রয়েছে কেন্দ্র বুধবার এই ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ করল কংগ্রেস।

এদিন দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি টুইট পরিচালনা নিয়ে মৃদু সমালোচনা করেছিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। বিজেপি, প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তাঁকে সরানো হল মেঘালয়ে। আর অবিজেপি-শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ! খুবই স্বাভাবিক যে, এ-ক্ষেত্রে একই মাপকাঠি ব্যবহার করা হবে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen