করোনা আক্রান্ত রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ

আজ তাঁর লালা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন।

October 16, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ করোনায় আক্রান্ত হলেন। আজ তাঁর লালা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন। শুক্রবার দুপুরে টুইট করে তিনি এ খবর জানান। তিনি লেখেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি হোম কোয়ারান্টিনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোভিড প্রোটোকল মেনে চলুন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩,৩৭১। একদিনে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭০,৩৩৮ জন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩,৭০,৪৬৮। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬৪,৫৩,৭৭৯ জন। মৃতের সংখ্যা ১,১২,১৬১। অর্থাৎ, দেশে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৮,০৪,৫২৮।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen