কংগ্রেস অফিসে হামলা: জামিন বাতিল, ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে BJP নেতা রাকেশ সিং
বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress) কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়, তবে আগে থেকেই মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনীর কারণে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৫০: কংগ্রেস সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিংয়ের (Rakesh Sing) জামিন আবেদন খারিজ করল শিয়ালদহ আদালত। বিচারক নির্দেশ দিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে (police custody) রাখা হবে।
মঙ্গলবার গভীর রাতে ট্যাংরা এলাকা থেকে রাকেশকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। অভিযোগ, গত শুক্রবার সকালে কংগ্রেস অফিসে তাঁর অনুগামীরা হামলা চালায়, এবং রাকেশ নিজেও সেই দলে ছিলেন। ঘটনার দিনে অফিসে ব্যাপক ভাঙচুর হয়, যদিও কোনও শীর্ষ কংগ্রেস নেতা তখন উপস্থিত ছিলেন না।
রাকেশের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। এর আগে তাঁর ছেলে শিবম সিং-সহ আরও তিনজনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা সক্রিয়ভাবে ভাঙচুরে অংশ নিয়েছিলেন।
আদালতে রাকেশকে হাজির করার সময় বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress) কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়, তবে আগে থেকেই মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনীর কারণে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই একাধিক মামলায় নাম জড়িয়েছে রাকেশের। ২০২১ সালে পামেলা গোস্বামী মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে প্রায় নয় মাস জেলেও ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে বর্তমানে পঞ্চাশেরও বেশি ফৌজদারি মামলা (Criminal Case) রয়েছে।