প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, পলাতক BJP নেতা রাকেশ সিংহ
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar) এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে খোলা চিঠি লেখেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৩: কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তরে (WBPCC) হামলার ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। তদন্তের স্বার্থে শনিবার দুপুরে রাকেশ সিংহের বাড়িতেও যায় পুলিশের একটি দল। তবে তাঁকে পাওয়া যায়নি।
শুক্রবারই এই ঘটনার জেরে রাকেশ সিংহের (Rakesh Singh) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এন্টালি থানায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar) এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে খোলা চিঠি লেখেন এবং নবান্নে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ইমেল মারফত গোটা ঘটনার অভিযোগ জানান। কংগ্রেস (Congress) নেতৃত্ব তাঁদের সঙ্গে সাক্ষাতেরও আবেদন জানিয়েছেন।
অভিযোগ, শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ রাকেশ সিংহ ও প্রতীক পান্ডের নেতৃত্বে বিজেপি (BJP) সমর্থকেরা কংগ্রেস দপ্তরে ঢুকে পড়ে। ঘটনাচক্রে রাকেশ এর আগে সমাজমাধ্যমে লাইভে এসে ঘোষণা করেছিলেন, ‘‘আজ যা হবে, এর পর গোটা দেশে কংগ্রেসিদের বিরুদ্ধে বিরোধিতা দেখা যাবে।’’ অভিযোগ, দপ্তরের বাইরে ঝোলানো রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেওয়া হয়। পরে ভিতরে ঢুকে তাণ্ডব চালানো হয়। আগুন দেওয়া হয় কংগ্রেস নেতাদের ছবি ও পতাকায়।
ঘটনার সূত্রপাত বিহারের দ্বারভাঙায়। অভিযোগ, কংগ্রেসের এক কর্মী প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হলেও, বিজেপি সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় কংগ্রেস দপ্তরে তাণ্ডব চালায়।
শনিবার দুপুরে রাকেশ সিংহ একটি ভিডিও বার্তা পোস্ট করে জানান, ‘‘প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কংগ্রেসের কুমন্তব্যের প্রতিবাদে ছোট্ট আন্দোলন করেছিলাম। তাতেই আমাকে পলাতক বানানো হয়েছে। পুলিশ আমায় ধরতে না পারলেও আমার কয়েকজন সঙ্গীকে তুলে নিয়ে গিয়েছে। তাঁদের পাশে আছি, আইনি লড়াইয়ে সঙ্গ দেব।’’