আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

October 3, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১০:  আজ, শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার অর্থাৎ ১ অক্টোবর তাঁর দেহে পেসমেকার বসানো হয়। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ কংগ্রেস নেতা এখন স্থিতিশীল। ধীরে ধীরে তিনি রাজনীতির ময়দানে ফিরবেন। হাসপাতাল থেকে ছুটি মিলতেই কংগ্রেস সমর্থক ও দলের কর্মীদের ধন্যবাদ জানান প্রবীণ কংগ্রেস নেতা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কংগ্রেসের কর্মী, নেতা ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমি শীঘ্রই কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছি।’ তাঁর পুত্র তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৩ অক্টোবর থেকে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন খাড়গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen