বাংলার অপমান ইস্যুতে তৃণমূলের পাশে কংগ্রেস, আজ দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব রাহুলদের
বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার ঘটনা সামনে আসছে। কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৭: বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার ঘটনা সামনে আসছে। কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়েছে। সেই তকমার যথার্থতা প্রমাণে নেমে পড়েছেন বিজেপি নেতারাও, অমিত মালব্যের দাবি বাংলা বলে কোনও ভাষাই নাকি নেই। দিল্লি পুলিশের ‘বাংলা বাংলাদেশি ভাষা’ বিতর্কে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। বাদল অধিবেশনের (Monsoon Session of Parliament) প্রথম দিন থেকে সংসদে সরব তৃণমূল। এবার এই ইস্যুতে তৃণমূলের পাশে কংগ্রেস (Congress)।
সূত্রের খবর, বাংলা ও বাঙালির অপমানের প্রেক্ষিতে আজ রাজ্যসভা (Rajya Sabha) ও লোকসভা (Lok Sabha) মুলতুবি পেশ করছে কংগ্রেস। সাম্প্রতিক সময়ে বার বার বিজেপি বিরোধী একাধিক ইস্যুতে কাছাকাছি এসেছে তৃণমূল ও কংগ্রেস। আজ রয়েছে ইন্ডিয়া জোটের নৈশভোজ। বুধবার ইন্ডিয়া শিবিরের সাংসদদের বৈঠকেও নির্বাচন কমিশন ঘেরাও নিয়ে ঐক্যমত হয় দুই দল।
আজ সংসদে বাংলার পক্ষে তৃণমূলের ভূমিকাকে সমর্থন জানিয়ে প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস। তৃণমূল ও কংগ্রেসের কাছাকাছি আসা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। আগামী বছর বঙ্গের ভোটে নতুন কোনও সমীকরণ কি দেখা যাবে?