বিহারে ভরাডুবি কংগ্রেসের, তবে তেলঙ্গানায় বিধানসভা উপ নির্বাচনে জয়ের পথে হাত শিবির

November 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৮:  বিহার ভরাডুবি হয়েছে কংগ্রেসের, তবে রাহুলকে সান্ত্বনা পুরস্কার দিল দক্ষিণ ভারতে। তেলঙ্গানায় একটি বিধানসভা আসনে উপ নির্বাচনে জয়ের পথে কংগ্রেস। ২০২৩ সালে এই আসনে জেতেন বিআরএস-র প্রার্থী মগোন্তি গোপিনাথ। তাঁর মৃত্যু হতে ফাঁকা হয় এই আসন।

তেলঙ্গানার জুবিলি হিলস আসনের উপনির্বাচনে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী। প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেসের নবীন যাদব। দ্বিতীয় স্থানে রয়েছেন বিআরএস-র প্রার্থী মগোন্তি সুনিতা গোপিনাথ। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী দীপক রেড্ডি লাঙ্কালা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen