অন্তঃসত্ত্বা সোনালির শারীরিক অবস্থার কথা ভেবেই সিদ্ধান্ত, সাক্ষাৎ স্থগিত রেখে ফোনে সাহায্যের আশ্বাস অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪১: দীর্ঘ লড়াই, অপমান এবং আইনি জটিলতা কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালি বিবি (Sonali Bibi)। ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালির এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সোনালিকে সরাসরি ফোন করে চিকিৎসা সংক্রান্ত সমস্ত সাহায্যের আশ্বাস দেন তিনি। একইসঙ্গে তিনি জানান, সোনালির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এখনই তিনি দেখা করতে আসছেন না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই তিনি সোনালির সঙ্গে সাক্ষাৎ করবেন। দলীয় সূত্রে খবর, সোনালি বিবির শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই মানবিক সিদ্ধান্ত নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
উল্লেখ্য, বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সোনালি বিবি কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। সেখানে তিনি পরিচারিকার কাজ করতেন। শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে দিল্লি পুলিশের (Delhi Police) দ্বারা ‘বাংলাদেশি’ তকমা, পুশব্যাক এবং পরবর্তীতে বাংলাদেশে দীর্ঘ কারাবাস, এক চরম বিভীষিকার মধ্য দিয়ে যেতে হয়েছে বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সোনালি বিবিকে। সপ্তাহ দুয়েক আগে আইনি লড়াই শেষে দেশে ফেরেন তিনি। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন।
গত বুধবার সংসদ ভবনে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শুক্রবার তিনি সোনালির পরিবারের সঙ্গে দেখা করবেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও উল্লেখ করেছিলেন তিনি। তবে সোনালির বর্তমান শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সেই কর্মসূচিতে বদল এনেছেন সাংসদ। এই মুহূর্তে পূর্ণ গর্ভাবস্থায় সোনালির উপর যাতে কোনও ধকল না যায় বা ভিড়ভাট্টায় তাঁর সমস্যা না হয়, সেই কারণেই সাক্ষাতের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিন ফোনে সোনালিকে অভয় দিয়ে অভিষেক জানান, প্রসব ও চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তার সমস্ত ব্যবস্থা তিনি করবেন। সোনালির এখন কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তিনি যেন সুস্থভাবে সন্তানের জন্ম দেন। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরেই অভিষেক নিজে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন।
প্রসঙ্গত, দেশে ফেরার পর সোনালি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে, তাঁর অনাগত সন্তানের নামকরণ যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং পাশে থাকার আশ্বাসে স্বভাবতই খুশি সোনালি ও তাঁর পরিবার।