Constitution Club election: বিরোধীদের সমর্থিত প্রার্থীর কাছে হার শাহ-নাড্ডা ঘনিষ্ঠদের

কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে (Constitution Club election) ধাক্কা খেল শাহ গোষ্ঠী।

August 13, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে (Constitution Club election) ধাক্কা খেল শাহ গোষ্ঠী। বিরোধী শিবিরের সমর্থিত প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রাজীব প্রতাপ রুডি (Rajiv Pratap Rudy), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), যোগী, নাড্ডাদের ঘনিষ্ঠ প্রার্থীকে হারিয়ে দিলেন। জানা যাচ্ছে, প্রায় একশো ভোটের ব্যবধানে জয়ী হয়েছে রাজীব প্রতাপ।

অমিত শাহ চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ সঞ্জীব বালিয়ান (Sanjeev Balyan) জয়ী হন, যাতে কনস্টিটিউশন ক্লাবের নিয়ন্ত্রণ তাঁর হাতে থাকে। কিন্তু বিরোধী শিবির সম্মিলিতভাবে প্রতাপ রুডিকে সমর্থন করে এবং ভোট দিয়ে জয়ী করে। রাজীব রুডি ও রাজীব শুক্লের প্যানেলের সদস্যরা কমিটিতেও নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন, নরেশ আগরওয়াল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রীরং আপ্পা বার্নে, কেএন সিং দেও, প্রদীপ গান্ধী, যসবীর সিং গিল, দীপেন্দ্র সিং হুডা, নবীন জিন্দাল, এনকে প্রেমচন্দ্রন, প্রদীপ কুমার ভার্মা, অক্ষয় যাদব।

জেপি নাড্ডা, অমিত শাহের মতো সাংসদেরা সঞ্জীবের পক্ষ ভোট দিয়েছেন, সেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গের মতো প্রবীণ সাংসদেরা রাজীব রুডির পক্ষে ভোট দান করেছেন। সোনিয়া গান্ধী রাজীবের পক্ষে ভোট দান করার অর্থই হল গোটা বিরোধী শিবির তাঁকে সমর্থন করেছেন এবং ভোট দিয়েছেন। জানা যাচ্ছে, মোদী, অমিত শাহরা রাজীব রুডিকে খুব একটা পছন্দ করেন না। সেই কারণেই বিরোধী শিবির তাঁকে সমর্থন করেছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, অমিত শাহের নির্দেশ উপেক্ষা করে বহু বিজেপি সাংসদ সঞ্জীব বালিয়ানের বদলে রাজীব প্রতাপ রুডিকে ভোট দেন। যদিও সীমিত সংখ্যক ভোটারের নির্বাচন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা মতে করছেন, এই ভোটের ফলাফল কার্যত এক ইঙ্গিত দিয়ে গেল। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্ষমতাসীন শাসক দলের সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠীর এহেন পরাজয় নজিরবিহীন। কার্যত শাহ শিবিরের জন্য বিরাট বড় ধাক্কা। তবে কি NDA শিবিরের শরিকেরা নিজের মত বদল করছেন? সরকার পক্ষের সমীকরণ পাল্টাচ্ছে? শাহের কর্তৃত্বের বিরুদ্ধে প্রশ্ন উঠছে দল তথা জোটের অন্দরেই?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen