নির্মাণকাজ প্রায় শেষ, চলতি বছরেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আদালত হিসাবে পথচলা শুরু?

উদ্বোধনের আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আদালত পরিদর্শনে আসতে পারেন।

March 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ পর্যায়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর কাজ। সব ঠিক থাকলে চলতি বছরের মধ্যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোতে আদালতের কাজ শুরু হতে পারে। শনিবার জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় সার্কিট বেঞ্চের কাজের অগ্রগতি খতিয়ে দেখে এমনই ইঙ্গিত দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি শম্পা সরকার এবং বিশ্বজিৎ বসু। এদিন আদালতের তথ্যপ্রযুক্তির ট্রায়াল রান সম্পন্ন হয়।

উদ্বোধনের আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আদালত পরিদর্শনে আসতে পারেন।

বিচারপতিরা পরিদর্শনে আসবেন বলে পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, বন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দুই বিচারপতি নির্মিয়মাণ আদালত ভবনের কাজ পরিদর্শন করেন। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোতে আদালতের কাজ শুরু হয়ে যাবে। কাজের অগ্রগতি দেখে দুই বিচারপতিই খুশি।

বিচারপতি শম্পা সরকারের কথায়, আদালত ভবনের নির্মাণকাজ অনেকটাই এগিয়েছে। এর আগে এসে যেসব কাজ করতে বলে গিয়েছিলেন তিনি, তার সমস্তটাই সম্পন্ন হয়েছে। তাঁর আশা, চলতি বছরেই স্থায়ী জায়গায় আদালতের কাজ শুরু করা যাবে। তবে কবে থেকে কাজ হবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বিচারপতি বসু বলেন, দ্রুততার সঙ্গে নির্মাণকাজ চলেছে। খুবই ভাল কাজ হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen