স্বাদ, গন্ধের অনুভূতি লোপ পেলে ডাক্তারের কাছে যান

স্বাদ এবং গন্ধ অনুভূতির ক্ষমতা লোপ পেতে পারে করোনায়। ক্ষতিগ্রস্ত হতে পারে স্নায়ুতন্ত্র। প্রভাব পড়তে পারে মস্তিষ্কে। যোধপুর আইআইটির বাঙালি বিজ্ঞানী ড. সুরজিৎ ঘোষের গবেষণালব্ধ এই পর্যবেক্ষণ তুলে ধরে নাগরিকদের সতর্ক করছে কেন্দ্র।

April 29, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

স্বাদ এবং গন্ধ অনুভূতির ক্ষমতা লোপ পেতে পারে করোনায়। ক্ষতিগ্রস্ত হতে পারে স্নায়ুতন্ত্র। প্রভাব পড়তে পারে মস্তিষ্কে। যোধপুর আইআইটির বাঙালি বিজ্ঞানী ড. সুরজিৎ ঘোষের গবেষণালব্ধ এই পর্যবেক্ষণ তুলে ধরে নাগরিকদের সতর্ক করছে কেন্দ্র। 

করোনার কোনও উপসর্গ নেই, অথচ কোনওভাবে স্বাদ বা গন্ধ অনুভূতি ঠিক মতো না পেলেই দ্রুত বিশেষজ্ঞ নেফ্রোলজিস্টের সঙ্গে শলাপরামর্শ করার কথা বলছে কেন্দ্র। বাঙালি বিজ্ঞানীর গবেষণায় আরও উঠে এসেছে যে, ধূমপায়ীদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

করোনা মোকাবিলায় সরকার যে নানা গবেষণার কাজ শুরু করেছে, সেখানে বাঙালি এই গবেষকের গবেষণাপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই বলছে ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডিএসটি) সচিব আশুতোষ শর্মা। বলছেন, এ ধরনের গবেষণা সামনে আসায় করোনা আক্রান্তের চিকিৎসার ক্ষেত্রে যেমন দিশা দেখা যাবে, তেমনি একইসঙ্গে ওষুধ তৈরিতেও কাজ দেবে। ডিএসটির অধীন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড বাঙালি এই বিজ্ঞানীর গবেষণাপত্র গ্রহণ করেছে।

করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে চলছে গবেষণা। খোঁজ চলছে ওষুধের। রোগীর উপসর্গ এবং চিকিৎসা চলাকালীন পরিস্থিতি দেখেই চেষ্টা চলছে কীভাবে বধ হতে পারে করোনার ভাইরাস ‘সার্স কোভি-টু’। লকডাউন করে একদিকে যেমন সংক্রমণ রোখার চেষ্টা চলছে, তেমনি অন্যদিকে রোগের চিকিৎসা আর গবেষণাতেও জোর দিয়েছে কেন্দ্র। 

স্বাদ, গন্ধের অনুভূতি লোপ পেলে ডাক্তারের কাছে যান

সেই মতো রাজস্থানের যোধপুর আইআইটি’র বিজ্ঞানী ড. সুরজিৎ ঘোষ এবং তাঁর টিমের গবেষণাপত্র তুলে ধরে সাধারণ মানুষকে সতর্ক করতে চাইছে কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারমন্ত্রকের পক্ষ থেকে এই গবেষণাপত্র তুলে ধরা হয়েছে।

স্নায়ুতন্ত্রের উপর কোভিড ১৯-র প্রভাব নিয়ে গবেষণা করতে গিয়েই সামনে এসেছে, সার্স কোভি-টু ভাইরাস স্বাদ এবং গন্ধ অনুভূতি কেড়ে নিতে পারে। করোনা আক্রান্তদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং মস্তিষ্কের একাংশে প্রভাব ফেলতে পারে। 

সার্স কোভি-টুর মতো মারাত্মক ভাইরাস মানবদেহে যে রিসেপটর রয়েছে, তার উপর আঘাত করে। মুখ এবং নাক যেহেতু করোনার ভাইরাস শরীরে প্রবেশ করার অন্যতম দুটি পথ, তাই সবার আগে স্বাদ এবং গন্ধ অনুভূতির উপর প্রভাব ফেলে বলেই গবেষণায় উঠে এসেছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত এক রোগীর ব্রেন স্ক্যান (সিটি এবং এমআরআই) পরীক্ষা করেই নানাবিধ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, সার্স কোভি-টু কীভাবে শরীরের রক্ত সঞ্চালনে প্রভাব ফেলে। কীভাবে স্নায়ুতন্ত্রে আঘাত হেনে শ্বাসযন্ত্র, হৃদপিণ্ড এবং ব্লাড ভেসেলের কাজে ব্যঘাত ঘটাতে পারে। গবেষণাপত্রের মাধ্যমে সতর্ক করা হয়েছে, উপসর্গহীন কোভিড ১৯-র বাহকরা যখনই স্বাদ বা গন্ধ ঠিকমতো অনুভব করতে পারবেন না, বিলম্ব না করে নিজেদের স্বেচ্ছাবন্দি (সেলফ কোয়ারেন্টাইন) করে ফেলুন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen