রাজ্যের কন্টেইনমেন্ট জোন বেড়ে হল ৫৫৫

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল। আগে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩১২টি। বুধবার পর্যন্ত তা বেড়ে হল ৩৩৪। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগে ছিল মাত্র একটি কন্টেইনমেন্ট জোন। এদিন তা বেড়ে দাঁড়ায় ২২টিতে। ওইসব এলাকা থেকে করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলেই কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে।

May 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল। আগে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩১২টি। বুধবার পর্যন্ত তা বেড়ে হল ৩৩৪। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগে ছিল মাত্র একটি কন্টেইনমেন্ট জোন। এদিন তা বেড়ে দাঁড়ায় ২২টিতে। ওইসব এলাকা থেকে করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলেই কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। 

তবে এর মধ্যে আশার খবর, উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা একটি কমেছে। কমেছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। তবে হাওড়াতে আগে যা ছিল তাই আছে। অন্যদিকে বেড়েছে মালদহ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায়। 

রাজ্যের কন্টেইনমেন্ট জোন বেড়ে হল ৫৫৫

যেখানেই করোনা ভাইরাস সংক্রমণের সন্ধান পাওয়া যাবে, সেখানেই জেলাশাসকরা কন্টেইনমেন্ট জোন বলে ওই এলাকাকে আলাদা করে চিহ্নিত করবেন। ওই সব এলাকায় সমস্ত রকম কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। 

সব মিলিয়ে গোটা রাজ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৫১৬, এদিন তা বেড়ে দাঁড়ায় ৫৫৫-তে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen