ঝড়ের ঘায়ে কনটেনমেন্ট জোনের দফারফা

May 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা, লকডাউন নিয়ে ব্যস্ততা, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর তৎপরতার মধ্যেই আম্পানের দুর্যোগ। আর তার জেরে সামাজিক দূরত্বের এক রকম দফারফা হয়ে গিয়েছে। গাছ, বিদ্যুতের খুঁটি, বাড়ির চালের সঙ্গে বহু জায়গায় উড়ে গিয়েছে কনটেনমেন্ট জোনের ব্যারিকেডও। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা নতুন করে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শহরের অনেক জায়গায় মিলেমিশে একাকার কনটেনমেন্ট জোন ও বাকি এলাকা। এর ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পুলিশ-পুরসভার উদ্যোগে যে সব জায়গায় বাঁশ, লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল, সে সবই উড়িয়ে নিয়ে গিয়েছে আম্পান।

কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম যদিও শনিবার সন্ধ্যায় জানিয়েছেন, যে সমস্ত এলাকায় কনটেনমেন্ট জোনের বেড়া ভেঙে গিয়েছে, সেগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ বরো কো-অর্ডিনেটদের দেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে। পুরসভা সূত্রে খবর, বর্তমানে কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ২৭৮। এরমধ্যে ভবানীপুর, কসবা, বেলেঘাটা, খিদিরপুর, আলিপুর-সহ একাধিক জায়গায় কনটেনমেন্ট জোনের ব্যারিকেড ভেঙে পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen