দেশের সেনাবাহিনী নরেন্দ্র মোদীর পায়ে মাথা নত করে, মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর মন্তব্যে

কংগ্রেস মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে রাজ্যজুড়ে বিক্ষোভের ঘোষণা করেছে।

May 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহের পর এবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে (Sofia kureshi) ‘জঙ্গিদের বোন’ বলে কটাক্ষ করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শা। তবে তাতে আলটপকা মন্তব্যে রাশ টানার লক্ষন দেখা যায়নি বিজেপি নেতা-মন্ত্রীদের মধ্যে। এদিন সেনাবাহিনীকে জড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবরা (Jagadish Debda)।

সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের উদ্দেশে রাখা এক বক্তব্যে দেবরা পহেলগাঁও হামলা ও তার পরে অপারেশন সিঁদুরের মাধ্যমে পালটা প্রত্যাঘাতের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা দেখেছি পহেলগাঁওয়ে পর্যটকদের আলাদা করা হয়েছে, তাদের ধর্ম চিহ্নিত করা হয়েছে, মহিলাদের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরুষদের তাদের পরিবারের সদস্যদের সামনে, তাদের সন্তানদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। তারপর থেকে, এই দেশের মানুষ যতক্ষণ না আমরা সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে প্রতিশোধ না নিই, ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেয়নি। প্রধানমন্ত্রী যে কঠোর ব্যবস্থা নিয়েছেন তার জন্য আজ গোটা দেশ, দেশের সেনাবাহিনী নরেন্দ্র মোদীর পায়ে মাথা নত করে। তাঁকে আপনারা অভিবাদন জানান।’

কংগ্রেস মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে রাজ্যজুড়ে বিক্ষোভের ঘোষণা করেছে। অন্যদিকে বিজেপি নেতারা দেবদার পক্ষে কথা বলেছে। কংগ্রেসের বিরুদ্ধে দেবদার কথা বিকৃত করার অভিযোগ তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen