ফের বিতর্কে তথাগত রায়, এবার CAAতে নাগরিকত্বের জন্য পুরুষাঙ্গের পরীক্ষার পরামর্শ দিলেন!

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সরব হয়েছেন কুনাল ঘোষ।

March 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে আগেও একাধিকবার খবরের শিরোনামে এসেছেন বর্ষীয়ন বিজেপি নেতা তথা বঙ্গ বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এবার লোকসভা নির্বাচনের মুখে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

তথাগত রায় রবিবার এক্স হ্যান্ডেলে সিএএ নিয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি সিএএ’তে নাগরিকত্বের জন্য পুরুষাঙ্গের পরীক্ষা করা প্রয়োজন। যদিও নারীদের ক্ষেত্রে পুরুষাঙ্গের পরীক্ষায় পাস করা পুরুষদের সাথে থাকলেই হবে।

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সরব হয়েছেন কুনাল ঘোষ। তিনি এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করে প্রশ্ন তোলেন, ‘আপনি কি এভাবেই সিএএ বাস্তবায়নের পরিকল্পনা করছেন?’

উল্লেখ্য, কয়েকদিন আগেই সিএএ আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সিএএ-র প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen