কলেজের সব ছাত্রীকে বিজেপিতে যোগ দেওয়ার নির্দেশ গুজরাতের কলেজে

আর এই নির্দেশিকার বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

June 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলেজ ছাত্রীদের বিজেপিতে যোগ দিতে বলছেন খোদ কলেজের অধ্যক্ষ! গুজরাতের ভাবনগরের এন সি গান্ধী অ্যান্ড বি ভি গান্ধী মহিলা আর্টস অ্যান্ড কমার্স কলেজের অধ্যক্ষ এক নির্দেশিকা জারি করে বলেন, সমস্ত ছাত্রী পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসে এবং বিজেপিতে যোগদান করে। আনতে বলা হয় ফোনও।

আর এই নির্দেশিকার বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের কংগ্রেস ও এনএসইউআই কর্মীরা। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিল ভাবনগর বিশ্ববিদ্যালয়। ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যক্ষ রজনীবালা গোহিলকে।

বিতর্কিত নির্দেশিকা ভাইরাল হয়ে যাওয়ার পরে দ্রুত পরিস্থিতি শোধরাতে অধ্যক্ষ আর একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে তিনি জানান, তিনি কারও থেকে নির্দেশ পেয়ে তবে ওই বিজ্ঞপ্তি জারি করেননি। ভুলবশত ওই নির্দেশিকা জারি করে ফেলেছেন এবং এবার তিনি তা প্রত্যাখ্যান করে নিতে চান।

এরপরেও বিতর্ক থামেনি। সোমবার বিকেলে বিরোধী কর্মীরা ভাবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে বিক্ষোভ দেখান। পরে উপাচার্যকে ডেকে পাঠান কলেজ কর্তৃপক্ষ। এরপরই পদক্ষেপ করা হয় ওই অধ্যক্ষের বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen