তামিলনাড়ুর ধর্মীয় অনুষ্ঠানের হোর্ডিংয়ে পর্নস্টারের ছবি

আদি পেরুক্কু উৎসব উপলক্ষ্যে কুরুভিমালাইয়ের রাস্তায় এমন হোর্ডিং পড়েছে।

August 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মডেলিংয়ের পাশাপাশি পর্নস্টার মিয়া খলিফা ইউটিউবার হিসেবেও জনপ্রিয়। তামিলনাড়ুর কাঞ্চিপুরমে ধর্মীয় অনুষ্ঠানের হোর্ডিংয়ে এবার মিয়া খলিফার ছবি দেখা গেল। তাও ধার্মিক মহিলা হিসেবে তাঁর ছবিকে উপস্থাপিত করা হয়েছে। পরনে হলুদ কামিজ, চোখে চশমা, কপালে দক্ষিণী ধাঁচের টিপ আর মাথায় পুজোর ডালা।

আদি পেরুক্কু উৎসব উপলক্ষ্যে কুরুভিমালাইয়ের রাস্তায় এমন হোর্ডিং পড়েছে। হোর্ডিংয়ে অনুষ্ঠান সূচির পাশাপাশি দেবী আম্মানের ছবিও রয়েছে। তাতে একপাশে পুজোর ডালা মাথায় এক ভক্ত রয়েছেন। তিনিই মিয়া খলিফা। হোর্ডিংয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। হোর্ডিং ঘিরে বিতর্ক শুরু হতেই তা সরিয়ে ফেলা হয়। কী করে এমনটা ঘটে গেল, তা জানতে অনুসন্ধান করছে প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen