জিন্স, মিনি স্কার্ট পরে প্রবেশ করা যাবে না মন্দিরে! মধ্যপ্রদেশে পোস্টার ঘিরে বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৪২: জিন্স, মিনি স্কার্ট পরে প্রবেশ করা যাবে না মন্দিরে। পরলে মন্দির দর্শন করতে হবে বাইরে থেকেই। মধ্যপ্রদেশের জব্বলপুরের ৪০টি মন্দিরের বাইরে এমন পোস্টার লাগানো হয়েছে। যা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।
‘মহাকাল সংঘ বজরং দল’-এর নামে দেওয়া ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে, ‘ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে এলে তবেই মন্দিরে প্রবেশ করুন। তা না হলে বাইরে থেকেই মন্দির দর্শন করুন।’ শুধু তাই নয়, মন্দিরে প্রবেশ করতে হলে মহিলাদের মাথা ঢাকা থাকতে হবে বলেও ওই পোস্টারগুলিতে লেখা হয়েছে।
সংগঠনের তরফে অনুরোধ করা হয়েছে, ‘এই পোস্টারগুলিকে অন্যভাবে নেবেন না। ভারতীয় সংস্কৃতিকে বাঁচাতেই এই উদ্যোগ।’ সমাজকর্মী তথা আইনজীবী রঞ্জনা কুরারিয়া এধরনের পোস্টারের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, আমরা কী পরব বা না পরব, সেটা আমাদের মর্জিমাফিক। শাড়ি হোক বা কুর্তা সালওয়ার কিংবা অন্য কিছু— আমরা যে পোশাকে স্বচ্ছন্দ্য, সেই পোশাকই পরব। পোস্টার লাগিয়ে কেউ আমাদের চিন্তাভাবনা কীভাবে ঠিক করে দিতে পারে?