ফের কুকথা সুকান্তর মুখে, যৌনকর্মীদের জড়িয়ে কুরুচিকর মন্তব্য BJP-র রাজ্য সভাপতির
বার বার বিতর্কে জড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মোদীর মন্ত্রিসভার সদস্য।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: লাগাতার বেলাগাম সুকান্ত, শিখ নিরাপত্তারক্ষীর পাগড়িতে চটির কাট আউট ছুড়ে মারা থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য, বার বার বিতর্কে জড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মোদীর মন্ত্রিসভার সদস্য। এবার বাংলার আইনশৃঙ্খলার সঙ্গে সোনাগাছির যৌনকর্মীদের তুলনা করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী। যা নিয়ে সুকান্তকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনার মুখেও অনড় সুকান্ত। তাঁর কথায়, তিনি ঠিকই বলেছেন। এখনও ওই বক্তব্যে অনড় আছেন।
শুক্রবার ভবানীপুরে বিজেপির রাজ্য সভাপতিকে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে এমন কুরুচিকর মন্তব্য করেন সুকান্ত। সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সুকান্তকে বলতে শোনা গিয়েছে, ‘আপনারা আইনটাকে সোনাগাছির যৌনকর্মীতে পরিণত করেছেন!’ ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
সুকান্তর সেই ভিডিওর প্রেক্ষিতে সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত ঘৃণ্য এবং নিম্নরুচির। পুলিশকে অপমান করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কেবল যৌনকর্মীদের কাজকেই বিদ্রুপ করলেন না, বিজেপির নারীবিদ্বেষী মানসিকতাকেও তুলে ধরলেন। যৌনকর্মীদের লড়াই বোঝেন না বলেই ওই কুৎসিত মন্তব্য করেছেন সুকান্ত।
তৃণমূলের একাধিক নেতা বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূলের দাবি, মা-বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে সুকান্তকে।
রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, “বিজেপির রাজ্য সভাপতি অধ্যাপক। তিনি রাজ্যের আইন সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অশালীন এবং অসম্মানজনক। আপনি ক্ষমা চেয়ে নিন। আপনাকে কে এই অধিকার দিয়েছে?”