অধিবেশন বয়কট নিয়ে বিধায়ক বঙ্কিম ঘোষের মন্তব্যে বিতর্ক বিজেপি’র অন্দরে

বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ স্বীকার করেছেন, অধিবেশন বয়কট করা তাঁদের ভুল ছিল! আর তা নিয়েই বিজেপির অন্দরে শুরু হয়েছে বিতর্ক৷ তবে বঙ্কিমের মন্তব্যকে সমর্থন করে স্বাগত জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

March 21, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ স্বীকার করেছেন, অধিবেশন বয়কট করা তাঁদের ভুল ছিল! আর তা নিয়েই বিজেপির অন্দরে শুরু হয়েছে বিতর্ক৷ তবে বঙ্কিমের মন্তব্যকে সমর্থন করে স্বাগত জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বৃহস্পতিবার বলেন, ”আমার ব্যক্তিগত অভিমত, যেটা হচ্ছে, এই যে স্বাস্থ্যদপ্তর নিয়ে বাজেটের উপর যে আলোচনা হল বা শিক্ষা নিয়ে হল, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না। আমরা বয়কট করে বেরিয়ে এলাম। এটা মনে হয় আমাদের একটা ভুলই হয়েছে। আমি বলব, এটা আমাদের ভুলই হয়েছে। গুরুত্বপূর্ণ দুটো বাজেট সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না। আগামী দিনে আমাদের নিশ্চয়ই এই নিয়ে চর্চা করতে হবে, আলোচনা করতে হবে।” পাশাপাশি তাঁর আরও মত, ”বিরোধী দলনেতার সঙ্গে আমাদের সবাইকে বলতে হবে যে মানুষের কথা আমরা বিধানসভায় দাঁড়িয়ে বলব যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেই জায়গাটায় আমরা বিধানসভা বয়কট করলাম বা অফ থাকলাম এটা আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় আমাদের ঠিক হয়নি। আমাদের থাকা উচিত ছিল, বলা উচিত ছিল। অন্য কোনও বিষয়ের উপর বা অন্য কোনও পদ ধরে আমাদের বয়কটগুলো করলে ভাল হত। এই দুটি বিষয়ের উপর মূলত থাকাটা আমাদের জরুরি ছিল।”

বাজেট অধিবেশনের প্রথম দিকে কাগজ ছেঁড়ার প্রতিবাদে স্পিকার বিমান সাসপেন্ড করেছেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারককে। পরে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণকেও সাসপেন্ড করেন স্পিকার। তার পর থেকেই দফতরওয়াড়ি বাজেট আলোচনায় অংশ নেয়নি বিজেপি পরিষদীয় দল। আর এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন বিধায়ক বঙ্কিম।

বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে যে তাঁদের সমর্থন নেই, তা বুঝিয়ে দিয়েছেন পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “রাজ্যদ সরকার গোটা বিধানসভাকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে । সাধারণ মানুষের কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কেরা বার বার সাসপেন্ড হয়েছেন । বিষয়টি নিয়ে পরিষদীয় দলই সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা এভাবেই শাসকদলের মোকাবিলা করব।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen