প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে স্ট্রিট লাইটে সেজে উঠতে চলেছে কোচবিহার শহর

২ কোটি ৩২ লক্ষ টাকার স্ট্রিট লাইট লাগানোর জন্য পুর কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়াও শুরু করেছে।

April 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোচবিহারকে হেরিটেজ শহর রূপে গড়ে তোলার কাজ চলছে। সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় পথবাতি লাগানোর উদ্যোগ নিয়েছে পুরসভা। ২ কোটি ৩২ লক্ষ টাকার স্ট্রিট লাইট লাগানোর জন্য পুর কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়াও শুরু করেছে।

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, শহরের বিভিন্ন জায়গায় নতুন করে পথবাতি লাগানোর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন করে কিছু জায়গাও চিহ্নিত হয়েছে। এলইডি লাইট লাগানোর উপর জোর দেওয়া হয়েছে।

একদিকে তোর্সা নদী, অন্যদিকে তোর্সার বাঁধ। মাঝের অংশে নদীর ধার ও চরের মধ্যে বসতি রয়েছে। সেখানে কয়েক হাজার মানুষের বসবাস। তাঁরা বাঁধ রাস্তা পারাপার করে যাতায়াত করেন। শহরের বিভিন্ন অংশের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাতের বেলায় পথচারীদের যাতায়াতের যথেষ্ট সমস্যা হয়। শহরের অনেক রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় বাসিন্দাদের সমস্যা হয়। তাই পুরসভা পথবাতি লাগানোর উদ্যোগ নিয়েছে। পুরসভা জানিয়েছে, দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে সেই কাজ শুরু করবে। বাসিন্দারা মনে করছেন স্ট্রিট লাইট লাগানো হলে তাঁদের সুবিধা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen