কোচবিহারে প্রত্যাখ্যাত মোদী, বক্তৃতা শেষ হওয়ার আগেই দলে দলে সভা ছাড়লেন মানুষ

সব মিলিয়ে কিছুতেই দর্শকদের সভাস্থলে বেঁধে রাখতে পারছে না বঙ্গ বিজেপি।

April 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলায় আবার প্রত্যাখ্যাত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। কোচবিহারে (Coochbehar) নমোর বক্তৃতা চলাকালীনই দলে দলে সভা ছাড়লেন মানুষ। এর আগে উলুবেড়িয়াতেও(Uluberia) কার্যত ফাঁকা পড়ে ছিল প্রধানমন্ত্রীর সভার দর্শকাসন।

রাজ্যের বিধানসভা ভোটে জিততে মরিয়া বিজেপি (BJP) যেখানে পড়ি কি মরি করে রাজ্যবাসীর মন পেতে চাইছে, সেখানে বার বার বাংলার মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। একেই ভয়ঙ্কর গরম, তারপর বিজেপি নেতাদের হিন্দিতে বক্তৃতা। সব মিলিয়ে কিছুতেই দর্শকদের সভাস্থলে বেঁধে রাখতে পারছে না বঙ্গ বিজেপি।

নীতিন, স্মৃতি, যোগী, অমিতদের সভায় তো লোক আসতেই রাজি হননি। গতকাল লোক না হওয়ার ফলে শ্রীরামপুর এবং চুঁচুড়ায় জেপি নাড্ডার সভা বাতিল হয়। উলুবেড়িয়ায় মোদীর সভার চিত্রও ছিল একই রকম। কোচবিহারে যাও বা কিছু লোক জোটানো গেল তারাও প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই সভা ছাড়লেন।

রাজনৈতিক মহলের মতে, ভোটে জিততে বিজেপির হিংসার আশ্রয় নেওয়াকে মোটেই ভালো চোখে দেখছেন না বাঙালিরা। সে কারণেই বার বার প্রত্যাখ্যাত হতে হচ্ছে নরেন্দ্র মোদীকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen