রুখে দিল কোস্টারিকা, গোল শূন্য ড্র দিয়ে Copa America মিশন শুরু ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা।

June 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

ব্রাজিল: ০

কোস্টারিকা: ০

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোপা আমেরিকায় আজ মঙ্গলবার প্রথম নামে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। তারা ৩০ মিনিটে গোল করলেও তা বাতিল হয় অফসাইডে। এদিন প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন ভিনিসিয়াসরা। ম্যাচের প্রথমার্ধে বলদখল থেকে গোলমুখে আক্রমণ, সব দিক থেকেই এগিয়ে ছিল সেলেকাওরা। প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিল ব্রাজিলের এগিয়ে যাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু কার্যত তা হয়নি।

২৪ মিনিটে রাফিনহার কাছে গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি । ২৯ মিনিটে তাঁর ফ্রি কিক থেকে গোল করে দিয়েছিলেন মারকুইনস। অফসাইড ঘোষণা করে রেফারি। ৩৮ মিনিটে কোস্টারিকার বক্সে হ্যান্ডবলের আবেদন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে দুই দল। রদ্রিগোর একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ১ পয়েন্ট নিয়েই কোপা অভিযান শুরু ভিনিসিয়াসদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen