COPA AMERICA: প্যারাগুয়েকে ৪-১ হারিয়ে শেষমেশ ঢেনা ছন্দে ফিরল ব্রাজিল

আগের ম্যাচে ব্রাজিল ছিল ছন্দহীন।

June 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ হারলো ব্রাজিল। এদিন ব্রাজিলের পক্ষে দুটি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেছেন ওমর আলদেরেতে।

আগের ম্যাচে ব্রাজিল ছিল ছন্দহীন। কোস্টারিকার বিরুদ্ধে ১৯টি শট নিয়েও গোল করতে পারেনি তারা। এদিন প্যারাগুয়ের বিরুদ্ধে শুরুর দিকে ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগোদের আক্রমণ দানা বাঁধছিল না। এমনকি পেনাল্টি মিস করেন লুকাস পাকেতা।

কিন্তু প্রথমার্ধের শেষ ১০ মিনিটের ঝড়ে প্যারাগুয়ের রক্ষণকে রীতিমতো তছনছ করে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। অন্য গোল করেটি স্যাভিওর। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও একটি গোল পায়। এবার পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পাকেতা। মাঝে প্যারাগুয়ে একটি গোল শোধ দিয়ে দেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen