করোনার জেরে ভারতে মন্দার ইঙ্গিত

করোনাভাইরাসের জেরে বাড়ছে বিশ্ব মন্দার আশঙ্কা। এই আশঙ্কা যে অমূলক নয়, তার ইঙ্গিত এল মূল্যায়ন সংস্থা মুডি’জ় এর থেকে। এ দিনই মুডি’জ় জানিয়েছে, ২০২০ সালে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি মন্দার মুখে পড়তে পারে। আমেরিকা এবং ইউরো অঞ্চলের অর্থনীতি যথাক্রমে কমতে পারে ২% এবং ২.২%। চিনের বৃদ্ধি কমে হতে পারে ৩.৩%।

March 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনাভাইরাসের জেরে বাড়ছে বিশ্ব মন্দার আশঙ্কা। এই আশঙ্কা যে অমূলক নয়, তার ইঙ্গিত এল মূল্যায়ন সংস্থা মুডি’জ় এর থেকে। এ দিনই মুডি’জ় জানিয়েছে, ২০২০ সালে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি মন্দার মুখে পড়তে পারে। আমেরিকা এবং ইউরো অঞ্চলের অর্থনীতি যথাক্রমে কমতে পারে ২% এবং ২.২%। চিনের বৃদ্ধি কমে হতে পারে ৩.৩%।

২১ দিনের টানা লকডাউনের ফলে ভারতের বৃদ্ধির পূর্বাভাস ৫.৩% থেকে কমিয়ে ২.৫% করে দিয়েছে মুডি’জ়। তারা জানিয়েছে, ব্যাঙ্কিং ও নন-ব্যাঙ্কিং খাতে লিকুইডিটির সীমাবদ্ধতার কারণে ইতিমধ্যে অর্থনীতিতে ঋণের পরিমাণ ইতিমধ্যেই সঙ্কুচিত।

এরই মধ্যে আজ সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করলেন রেপো রেট কমানোর। ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস। একই ভাবে রিভার্স রেপো রেটও কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জানিয়েছে, বিশ্ব অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে গেলে করোনার প্রভাব কেটে যাওয়ার পরে বাণিজ্যিক কার্যকলাপ বাড়াতে হবে। সমাধানসূত্র খুঁজতে হবে সমস্ত দেশ মিলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen