করোনায় প্রথম মৃত্যু রাজ্যে – সল্টলেকের হাসপাতালে প্রয়াত দমদমের প্রৌঢ়

বাংলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হল। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দমদমের বাসিন্দা এক প্রৌঢ়।

March 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হল। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দমদমের বাসিন্দা এক প্রৌঢ়। সোমবার দুপুরে মৃত্যু হয় তাঁর। শনিবার রাতেই তাঁর শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়।


পরে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য নাইসেড এবং এসএসকেএম হাসপাতালে পাঠানো। তাতেই পজিটিভ রেজাল্ট ধরা পড়ে। করোনাভাইরাসের জীবাণু পাওয়া যাওয়ার পর জানা যায়, সম্প্রতি ওই প্রৌঢ়ের পরিবারের কোনও সদস্যই বিদেশে যাননি। তারপরেই বোঝা যায় কলকাতায় সামাজিক সংস্পর্শে করোনা ভাইরাসে সংক্রামিত প্রথম ব্যক্তি হলেন ওই প্রৌঢ়।


শুকনো কাশিজনিত সমস্যা নিয়ে গত ১৩ মার্চ থেকে ভুগছিলেন দমদমের ওই ব্যক্তি। তার পর কাশি ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিন দিন হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকার পরেও তাঁর উপশম হয়নি। বরং শ্বাসকষ্ট বাড়তে থাকে। ১৯ মার্চ শ্বাসকষ্ট বেড়ে এমনই হয় যে তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়। ডাক্তাররা তাঁকে ইসিএমও সাপোর্টে রাখার পরামর্শ দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen