জলপাইগুড়িতে করোনা আক্রান্তের হদিস

করোনা আক্রান্তের হদিস মিলল জলপাইগুড়িতে। এক যুবতীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তিনি জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

May 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা আক্রান্তের হদিস মিলল জলপাইগুড়িতে। এক যুবতীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তিনি জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

করোনার উপসর্গ নিয়ে সম্প্রতি ওই যুবতী জলপাইগুড়ির স্পোর্টস কমপ্লেক্সের সারি হাসপাতালে ভর্তি হন। ১৪ মে তাঁর লালার নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেই রিপোর্ট পজিটিভ আসে।

উত্তরবঙ্গের করোনার দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি ডা: সুশান্ত রায় বলেন, ‘সারি হাসপাতালে চিকিৎসাধীন এক যুবতীর লালার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ওই যুবতী কলকাতা থেকে এসেছিলেন বলে আমরা জানতে পারি। ওই যুবতীকে শিলিগুড়ি অথবা জলপাইগুড়ির কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী কলকাতার একটি বেসরকারি নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রী। গত ১১ মে জ্বর নিয়ে তিনি কলকাতা থেকে বাড়ি ফেরেন। ১৩ মে রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের সারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ মে ওই যুবতীর লালার নমুনা পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন সেই রিপোর্ট পজিটিভ আসে বলে জানায় স্বাস্থ্য দপ্তর।

কলকাতা থেকে ফেরার পর ওই যুবতী কার কার সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখতে তোড়জোড় শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের তরফে। জানা গিয়েছে, ওই যুবতীর পরিবারের বাকি সদস্য এবং যাঁদের সংস্পর্শে তিনি এসেছিলেন তাঁদের প্রত্যেকের লালার নমুনা পরীক্ষার পাশাপাশি কোয়ারান্টিন করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen