করোনা মুক্তির পথে দেশ, কমল অ্যাক্টিভ কেস এবং দৈনিক আক্রান্তের সংখ্যা

বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে।

March 4, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনা থেকে পুরোপুরি মুক্তির পথে দেশ। ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় গত বেশ কয়েকদিন ধরে যে নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছিল, শুক্রবারও সেই ট্রেন্ড বজায় থাকল। একধাক্কায় দেশের অ্যাকটিভ কেস নেমে এল ৭০ হাজারের নিচে। কমল দৈনিক আক্রান্তও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন। গতকাল যে সংখ্যাটা সাড়ে ছ’হাজারের সামান্য উপরে ছিল। ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৯ হাজার ৮৯৭ জন। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১৬ শতাংশে।

বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। তবে এখনও সামান্য চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃত্যু। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০১ জন। যা আগের দিনের থেকে সামান্য হলেও বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৪ হাজার ৫৮৯ জন। লাগাতার স্বস্তি দিচ্ছে দেশের সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৭০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৪৫০ জন। সুস্থতার হার ৯৮.৬৪ শতাংশ।

বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। তবে এখনও সামান্য চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃত্যু। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০১ জন। যা আগের দিনের থেকে সামান্য হলেও বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৪ হাজার ৫৮৯ জন। লাগাতার স্বস্তি দিচ্ছে দেশের সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৭০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৪৫০ জন। সুস্থতার হার ৯৮.৬৪ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen