মালদাতেও খোঁজ মিলল পজিটিভের

এতদিন গ্রিন জোনে থাকা মালদা কোভিড – ১৯ আক্রান্ত জেলার তালিকায় ঢুকে পড়ল। ভিন রাজ্যে কাজ করে উত্তর ২৪ পরগনা হয়ে জেলায় ঢোকা মানিকচক ব্লকের বাসিন্দা এক শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়েছে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।

April 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এতদিন গ্রিন জোনে থাকা মালদা কোভিড – ১৯ আক্রান্ত জেলার তালিকায় ঢুকে পড়ল। ভিন রাজ্যে কাজ করে উত্তর ২৪ পরগনা হয়ে জেলায় ঢোকা মানিকচক ব্লকের বাসিন্দা এক শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়েছে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। 

স্থানীয় এবং প্রশাসনিক সূত্র থেকে জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি মানিকচক কলেজে কোয়ারান্টিন সেন্টারে ছিলেন। চৌকি মির্দাদপুর অঞ্চলের নারীদিয়ারা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি ভিন রাজ্যে টাওয়ারের লাইনে কাজ করতেন। লকডাউনের মধ্যে কলকাতা পর্যন্ত এসে আটকে পড়েন। এরই মধ্যে মালদা থেকে যাওয়া একটি এসইউভি-র খোঁজ পেয়ে ২৩ এপ্রিল রাতে রওনা দেন। ২৪ তারিখ সকালে মালদায় পৌঁছে সোজা বাড়ি চলে যান। পরে প্রতিবেশীরা জানতে পেরে হৈচৈ শুরু করলে পুলিশ তাঁকে মানিকচক কলেজে কোয়ারান্টিন সেন্টারে নিয়ে যায়। 

মালদাতেও খোঁজ মিলল পজিটিভের

শনিবার মানিকচক ব্লকের মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয় । রবিবার পুনরায় নমুনা পরীক্ষা করাতেই একজনের পজিটিভ ধরা পড়ে। জানা গিয়েছে, ওই গাড়িতে চালক-সহ মোট ৮ জন মালদায় ফিরেছিলেন। সেখানে কলকাতা পুলিশের এক কর্মীও ছিলেন। ৮ জনের মধ্যে ৫ জন মানিকচক ব্লকের এবং ৩ জন ইংরেজ বাজার ব্লকের বাসিন্দা। তাঁদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। 

ইতিমধ্যেই ইংরেজবাজার ব্লকের সেকেন্দারপুর গ্রামে গাড়ির চালকের বাড়ি-সহ দুই ব্লকের বেশ কয়েকজনের বাড়ি সিল করে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen