অসমে করোনা আক্রান্তের সংস্পর্শে আসা কোচবিহারের ৬ জনের রিপোর্ট নেগেটিভ

অসমের কোকরাঝাড়ে করোনা পজিটিভ এক যুবকের সংস্পর্শে আসা কোচবিহার-২ ব্লকের টাকাগাছের ছয়জনের লালার নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ৭ মে তাঁদের লালার নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে তাঁদের রিপোর্ট এসে পৌঁছায়। তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।

May 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

অসমের কোকরাঝাড়ে করোনা পজিটিভ এক যুবকের সংস্পর্শে আসা কোচবিহার-২ ব্লকের টাকাগাছের ছয়জনের লালার নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ৭ মে তাঁদের লালার নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে তাঁদের রিপোর্ট এসে পৌঁছায়। তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত মঙ্গলবার রাতে টুইটার সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, ‘অসমের কোকরাঝাড়ের এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়েছে। ওই ব্যক্তি কিছুদিন আগেই কোচবিহার ঘুরে গিয়েছেন।’ এই তথ্য ছড়িয়ে পড়তেই কোচবিহার জেলায় আতঙ্ক ছড়ায়।

এদিকে, বক্সিরহাটে আরও ৫ জনের খোঁজ মেলে, যারা কোকরাঝাড়ের ওই শ্রমিকের সংস্পর্শে এসেছিলেন। তাঁদেরও নমুনা সংগ্রহ করা হয়। তাঁদের রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি।

বর্তমানে কোচবিহার জেলা গ্রিন জোনে রয়েছে। ১৪১৪ জনের লালার নমুনা পরীক্ষা করা হলেও সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার মোট ১৬৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন প্রায় ৫০০ জনের লালার নমুনা সংগ্রহ করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen