করোনার থাবা! ভারতে COVID-19 আক্রান্তের সংখ্যা আড়াইশো ছাড়াল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:৪৩: এশিয়াজুড়ে চোখ রাঙাচ্ছে COVID-19, হংকং ও সিঙ্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সূত্রের খবর, ভারতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ১৯ মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি অনুযায়ী, ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫৭ জন।
মনে করা হচ্ছে, করোনা ভাইরাসের JN.1 স্ট্রেন এবং তার উপ-প্রজাতির দাপটেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেরাল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে বর্তমানে সর্বাধিক সংখ্যক আক্রান্ত পাওয়া গিয়েছে। গত সপ্তাহে কেবলমাত্র কেরলে ৬৯ জনের নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তারপরই মহারাষ্ট্রের স্থান। সেখানে আক্রান্ত ৪৪। তামিলনাড়ুতে ৩৪ জন আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৬। মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে সম্প্রতি একজন ৫৯ বছর বয়সী ক্যান্সার রোগী এবং কিডনি রোগে আক্রান্ত ১৪ বছর বয়সী কিশোরীর মৃত্যুর খবর মিলেছে। বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (BMC) জানিয়েছে, উভয় রোগীই গুরুতর কোমর্বিডিটির কারণে মারা গিয়েছেন, COVID-19-এর জন্য নয়। তবে জানা যাচ্ছে, দুই জনের করোনা পজিটিভ ছিলেন।
সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছে NCDC, ICMR এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ দল। সূত্রের খবর, আলোচনায় দাবি করা হয়েছে ভারতের COVID-19 পরিস্থিতি স্থিতিশীল। ১৯ মে পর্যন্ত, সক্রিয় কেসের সংখ্যা মাত্র ২৫৭। দেশের বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে এটি উল্লেখযোগ্যভাবে কম সংখ্যা। আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না।