চোখ রাঙাচ্ছে করোনা, সতর্ক শহরের স্কুলগুলো

June 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: টাইমস অফ ইন্ডিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৫৫: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে বাংলায় একজনের মৃত্যুও হয়েছে। গরমের ছুটির পর স্কুলগুলোও খুলতে আরম্ভ করেছে। ফলে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শহরের স্কুলগুলি বাড়তি সতর্কতা নিচ্ছে। টিফিন বা জলের বোতল ভাগ করে খেতে পড়ুয়াদের নিষেধ করেছে বেশ কিছু স্কুল।

অনেক স্কুল মাস্ক পরে আসতেও বলেছে। এর ব্যতিক্রমও আছে। গরমের জন্য মাস্ক পরা এখনই বাধ্যতামূলক করছে না বেথুন কলেজিয়েট স্কুল। অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে বলেছে তারা। নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল স্কুল মাস্ক পরে আসার পরামর্শ দিয়েছে। জ্বর, কাশি, ঠান্ডা লাগা বা গলায় সংক্রমণ থাকলে পড়ুয়াদের স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে। বড়িশা জনকল্যাণ বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলে ঢোকার সময় শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের হাত ধোওয়ার পরামর্শ দিয়েছে। পার্ক ইনস্টিটিউশন, চেতলা বয়েজ মাস্ক বাধ্যতামূলক না করলেও ছাত্রছাত্রীদের অন্যান্য সতর্কতা মেনে চলতে বলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen