অভয়া ফান্ডে দুর্নীতি! জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সভাপতির পদ থেকে ইস্তফা অনিকেতের

January 1, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: বছরের প্রথম দিনেই বড়সড় ধাক্কা খেল আর জি করের বিচার চেয়ে গড়ে ওঠা আন্দোলন। ‘অভয়া ফান্ড’-এ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে জুনিয়র ডক্টরস ফ্রন্টের (Junior Doctors’ Front) সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো (Aniket Mahato)। তাঁর এই পদত্যাগে কার্যত প্রকাশ্যে চলে এল সংগঠনের অন্দরের ফাটল এবং তহবিলের অর্থ তছরুপের জল্পনা।

আর জি কর কাণ্ডে ‘অভয়া’-র ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে আইনি লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছিলেন তাঁর সহপাঠী ও জুনিয়র ডাক্তারদের একাংশ। সেই উদ্দেশ্যেই অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারা মিলে গঠন করেন ‘জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ এবং তৈরি করা হয় ‘অভয়া ফান্ড’। সাধারণ মানুষের আবেগকে সম্বল করে এই তহবিল তৈরি হলেও, কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল যে ফান্ডের নামের অর্থ নয়ছয় হচ্ছে।

অনিকেতের বক্তব্য অনুযায়ী, তিনি ভেবেছিলেন নতুন এগজিকিউটিভ কমিটি লিগ্যাল ট্রাস্টের সঙ্গে যুক্ত হবে। কিন্তু সেই সম্পর্ক তৈরি না হওয়ায়, যা তিনি বেআইনি বলে মনে করেন, নিজের মতো কমিটি গঠনের কারণে তিনি পদত্যাগ করেছেন।

অনিকেতের মতে, অভয়ার ন্যায়বিচারের দাবিতেই তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই লড়াই তিনি ছাড়তে পারবেন না, কারণ সহকর্মীর যন্ত্রণা তিনি ভুলতে পারেন না। তাই নিজের মতো করেই তিনি আন্দোলন চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার, বছরের পয়লা দিনেই সেই অভিযোগে কার্যত সিলমোহর দিলেন খোদ সংগঠনের সভাপতি অনিকেত মাহাতো। এদিন তিনি জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতি পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগপত্রে সংগঠনের সঙ্গে নিজের মতানৈক্যের কথা গোপন করেননি অনিকেত। সংগঠনের পরিবেশ, পরিচালনা ও কর্মপদ্ধতি নিয়ে অভিযোগ তুলে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট এবং ট্রাস্টের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অনিকেত মাহাতো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen