শিক্ষক নিয়োগে দুর্নীতি বাম আমলেও ছিল, সেই সময় জলপাইগুড়িতে যা হয়েছিল

যে প্রসঙ্গটি সামনে আসে সেটা হল জলপাইগুড়িতে শিক্ষক নিয়োগ দুর্নীতি।

April 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিক্ষক নিয়োগে দুর্নীতি বাম আমলেও ছিল। বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর থেকেই বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে সিপিএম নেতৃত্ব। তারপরই প্রশ্ন উঠছে বাম জমানায় কি শিক্ষক নিয়োগে কোনও দুর্নীতি হত না?

সেই প্রসঙ্গে সবার আগে যে প্রসঙ্গটি সামনে আসে সেটা হল জলপাইগুড়িতে শিক্ষক নিয়োগ দুর্নীতি। ২০১০ সালে জলপাইগুড়ি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। সেই নিয়োগের ক্ষেত্রে ব্যপক স্বজনপোষন হয়েছিল বলে অভিযোগ। প্রসঙ্গত ২০১০ সালের ৬ জুন জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। ১২ হাজার আবেদনকারী পরীক্ষা দিয়েছিলেন। এরপর লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ হাজার জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। এরপর ওই বছরের জুলাই মাসে সব মিলিয়ে ১৪১১ জনের প্যানেল প্রকাশ করেছিল জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আর সেই প্যানেল প্রকাশ হওয়ার পরে বাম জমানায় একেবারে শোরগোল পড়ে গিয়েছিল।

সেই সময় দেখা গিয়েছিল সেই প্যানেলে সিপিএমের তৎকালীন জেলা সম্পাদকের পুত্রবধূ, সংসদ চেয়ারম্যানের স্ত্রী সহ একাধিক প্রভাবশালীদের আত্মীয়দের নাম। একের পর এক সিপিএম নেতার আত্মীয়দের নাম ছিল ওই তালিকায়। ময়নাগুড়ির তৎকালীন এক প্রভাবশালী সিপিএম নেতার আত্মীয়দের নাম প্যানেলে থাকাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল। সদুত্তর ছিল না তৎকালীন সিপিএম নেতাদের মুখেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen