ডবল ইঞ্জিন রাজ্যে মনীষী স্মরণেও দুর্নীতি! সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের রিপোর্টে বিস্ফোরক তথ্য

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:০০: মোদীর শাসনে মনীষীরাও রেহাই পাচ্ছে না? খোদ কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের রিপোর্ট বলছে, ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে মনীষী স্মরণ কর্মসূচিতেও ব্যাপক দুর্নীতি হয়েছে। উল্লেখ্য, বাবু জগজীবন রাম ন্যাশনাল ফাউন্ডেশনের আওতায় মনীষীদের জন্মদিবস এবং মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উল্লিখিত কর্মসূচির অধীনে শুধুমাত্র বিজেপি শাসিত চার রাজ্যের (মধ্যপ্রদেশ, অসম, বিহার এবং উত্তরপ্রদেশ) ১৬টি স্বেচ্ছাসেবী সংস্থাই (এনজিও) আর্থিক সাহায্য পেয়েছে। যোগীরাজ্য উত্তরপ্রদেশেরই ১০টি এনজিও কেন্দ্রের আর্থিক সাহায্য পেয়েছে।
দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মনীষীর জন্মদিবস এবং মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের অধীনে বাবু জগজীবন রাম স্কিম ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কার্যকর রয়েছে। বিভিন্ন রাজ্য এবং তার স্বেচ্ছসেবী সংস্থাগুলিকে আবেদনের ভিত্তিতে এই খাতে আর্থিক সাহায্য করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা পিছু এই খাতে সর্বাধিক দু’লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে। প্রেক্ষাগৃহ ভাড়া, মাইক্রোফোন ইত্যাদির জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ২৫ হাজার টাকা, অংশগ্রহণকারীদের সাম্মানিক প্রদানের জন্য ২০ হাজার টাকা, ক্যুইজ, ডিবেট সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানে সর্বোচ্চ ২৫ হাজার
টাকার সংস্থান থাকে। রিফ্রেশমেন্ট, জনসংযোগ, যাতায়াত প্রভৃতি খাতেও নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়।
সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের তিনটি এনজিওর জন্য দু’লক্ষ টাকা, বিহারের দু’টি এনজিওর জন্য দু’লক্ষ টাকা এবং অসমের একটি এনজিওর জন্য দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। উত্তরপ্রদেশের ১০টি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বরাদ্দের পরিমাণ মোট ২০ লক্ষ টাকা। দাবি করা হচ্ছে, আবেদনের ভিত্তিতেই আর্থিক সহযোগিতা করা হয়েছে। প্রশ্ন উঠছে, কেবল বিজেপি শাসিত রাজ্যেই কেন টাকা দেওয়া হল? অবিজেপি রাজ্যের কোনও এনজিও কি আবেদন করেনি? নাকি তাদের আবেদন মঞ্জুর হয়নি?