২০২২-এর কাউন্টডাউন শুরু, মা আসবেন ৩৫০ দিন পর

বাঙালির একমাত্র উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে এক বছর ধরে প্ল্যান করতে থাকে।

October 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ বিজয়া দশমী। বাপের বাড়ি থেকে কৈলাশে মহাদেবের কাছে ফেরার পালা উমার। মন তো খারাপ হবেই বাঙালির! আরও একটা বছরের জন্যে আপেক্ষা। আসছে বছর আবার এসো মা…

এক নজরে দেখে নেওয়া যাক আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে পুজো?

তথ্য বলছে, আগামী বছর মহালয়া ২৫শে সেপ্টেম্বর। আর পুজো শুরু হচ্ছে ১লা অক্টোবর থেকে। ২, ৩, ৪ এবং ৫ অক্টোবর যথাক্রমে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। তাহলে আর কি এবারের পুজো শেষ হতেই আগামী বছরের প্ল্যানটা সেরে ফেলুন। বাঙালির একমাত্র উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে এক বছর ধরে প্ল্যান করতে থাকে।

২০২২ সালের দেবী পক্ষের দিনক্ষণঃ

মহালয়া: ২৫শে সেপ্টেম্বর, রবিবার

মহাষষ্ঠী: ১লা অক্টোবর, শনিবার

মহাসপ্তমী: ২রা অক্টোবর, রবিবার

মহাষ্টমী: ৩রা অক্টোবর, সোমবার

মহানবমী: ৪ঠা অক্টোবর, মঙ্গলবার

বিজয়া দশমী: ৫ই অক্টোবর, বুধবার

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen