দীপু হত্যাকাণ্ডের বিচারের দাবির পাল্টা বিবৃতি! কী বলল ঢাকা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০৫: রবিবার উত্তাল বাংলাদেশ নিয়ে বিবৃতি জারি করেছিল নয়া দিল্লি। দীপু হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা বিবৃতি প্রকাশ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক। ভারতের বিবৃতিতে আপত্তি জানাল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, বাংলাদেশের ময়মনসিংহে যুবক খুনের ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা। একে সংখ্যালঘুদের উপর আক্রমণ বলে দেখানো উচিত নয়।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যু হয়। তার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ওপার বাংলা। অশান্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর আগুন ধরিয়ে দেওয়া হয় প্রকাশ্যে। বাংলাদেশের অশান্ত অবস্থা নিয়ে রবিবার দুপুরে বিবৃতি দিয়েছে ভারত সরকার। দীপুর হত্যাকারীদের বিচারের দাবি তুলেছে নয়া দিল্লি। সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।
দীপু হত্যাকাণ্ড নিয়ে ভারতের বিবৃতির প্রেক্ষিতে আপত্তি জানিয়েছে ঢাকা। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিবৃতিতে দাবি করেছে, ময়মনসিংহের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। ভারতের কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলে দেখাচ্ছেন বলেও দাবি ইউনূস প্রশাসনের।
ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের দাবি, ময়মনসিংহের ঘটনায় তারা দ্রুত পদক্ষেপ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, ময়মনসিংহে ভাড়া থাকতেন ২৭ বছরের দীপুচন্দ্র দাস। তিনি কাজ করতেন একটি পোশাকের কারখানায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে উন্মত্ত জনতা তাঁকে পিটিয়ে খুন করার পর তাঁর দেহ একটি গাছে ঝুলিয়ে দেয়। তারপর প্রকাশ্যে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দীপু হত্যাকাণ্ডে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।