স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করল আদালত
রাজ্যবাসীকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে ছিল রাজ্য সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যবাসীকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে ছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে গরিব মানুষ এখন খুব সহজেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পান। এই স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লাখ টাকা পর্যন্ত খরচ রাজ্য সরকার বহন করে। এই প্রকল্পের বিরোধিতায় করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক এনআরআই চিকিৎসক। তাঁর বক্তব্য ছিল, নির্বাচনে লাভ তোলার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের বাস্তব কোনও ভিত্তি নেই।
সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মামলাটি খারিজ করার পর প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, জনহিতে রাজ্য সরকার যে কোনও প্রকল্প চালু করতে পারে। স্বাস্থ্যসাথী প্রকল্পটি হল সরকারি সিদ্ধান্ত। সরকারের নির্দিষ্ট নীতি মেনে এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। তাই এক্ষেত্রে আদালতের তরফে হস্তক্ষেপ করা হবে না।