Jai Hind Colony-র উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ আদালতের, বাংলা বিরোধীদের যোগ্য জবাব বলল তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৮: আইনি পথেই এল জয়। দিল্লির জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আদালতের নির্দেশকে বিজেপির ‘বাঙালি বিরোধী’ আগ্রাসনের যোগ্য জবাব হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেক বাংলাভাষীকে রক্ষা করা হবে। বাংলাভাষীদের বিরুদ্ধে যেকোনও ধরনের অন্যায়ের প্রতিবাদ করা হবে। বাংলাভাষী ভারতীয়দের সম্মান, স্বীকৃতি এবং সুবিচার পাইয়ে দেওয়ার লড়াই চলবে।
উল্লেখ্য, দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি হল বাঙালি পাড়া। সেখানের বাংলাভাষীরা অস্তিত্বের সংকটে ভুগছেন। উচ্ছেদের হুমকি, অন্যদিকে তাঁদের জল-বিদ্যুৎ বন্ধ। জয় হিন্দ কলোনির বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁদের হয়ে সরব হয়েছেন। তৃণমূলের প্রতিনিধিদলও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছে। বাসিন্দাদের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানায় তাঁরা। সংসদেও বিষয়টি পৌঁছে ফিয়েছে তৃণমূল কংগ্রেস।
ওই এলাকার বাসিন্দারা আদালতের দ্বারস্থ হন। তাতেই স্বস্তি পেলেন তাঁরা। আদালত জানিয়ে দিল, ওই এলাকায় আপাতত উচ্ছেদ অভিযান চালানো যাবে না। সমাজ মাধ্যমে এই নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের সোশাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়েছে, “দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট বসন্তকুঞ্জে বাঙালি উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল। সুবিচারের পথে এটা বিরাট পদক্ষেপ।”
তৃণমূল রাজ্যসভার উপ দলনেত্রী সাগরিকা ঘোষ লিখছেন, “জয় হিন্দ কলোনির বাঙালি পরযায়ী শ্রমিকদের উচ্ছেদ বন্ধ। ভারতের প্রতিটি বাঙালি ভাষাভাষী নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলা-বিরোধী মোদী সরকার এবং বাংলা বিদ্বেষী বিজেপি বাংলা এবং বাংলা ভাষাভাষীদের টার্গেট করে সফল হবে না।”